আগামী কিছুদিনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার পুরভোট। তার আগে শিল্পনগরী এলাকার বাস্তুহারা ৮৯ জনকে পাট্টা বিতরণ করল হলদিয়া উন্নয়ন পর্ষদ ।
হলদিয়া উন্নয়ন পর্ষদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পূর্ব শ্রীকৃষ্ণপুর পুনর্বাসন কলোনীর ৩৫ টি পরিবারকে বিলি করা জমির পরিমান ১.৪৭ একর। মোট উপভোক্তা ৫৭ জন।
ভবানীপুর পুনর্বাসন কলোনীর- ৭ পরিবার, জমি পরিমান ০.৩২ একর। মোট উপভোক্তা ১৪ জন। শহীদ ক্ষুদিরাম পুনর্বাসন কলোনীর ৩টি পরিবার, জমি পরিমান ০.১৬একর। মোট উপভোক্তা ৫জন।দুর্গাচক নিউ কলোনী ৭টি পরিবার ,জমি পরিমান ০.০৬৫ একর । মোট উপভোক্তা ৮ জন। গান্ধীনগর পুনর্বাসন কলোনীর ১টি পরিবার, জমি পরিমান ০.০৪একর। মোট উপভোক্তা ৮জন।এই পাঁচটি কলোনি মিলে মোট ৮৯ জন উদ্বাস্তুদেরকে হলদিয়া উন্নয়ন পর্ষদের সতীশ চন্দ্র সামন্ত সভাকক্ষে পাট্টা বিতরণ করা হয়।
একইসঙ্গে হলদিয়া শিল্পাঞ্চল এলাকার নিরাপত্তায় জন্য দেড় কোটি টাকা ব্যয়ে সিসি ক্যামেরা নেটওয়ার্ক প্রকল্পের সূচনা করা হয়। এদিন এই পাট্টা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, পুলিশ সুপার অমরনাথ কে, হলদিয়া এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে প্রমূখ।
অনুষ্ঠানে জেলাশাসক বলেন, বাস্তুহারাদের মধ্যে সিংহভাগ রাস্তার পাশে সামান্য ছাউনিতে বিপদজনক ভাবে পরিবারের কচিকাঁচাদের নিয়ে দিন কাটাচ্ছিলেন। তাঁদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরে প্রশাসন খুবই খুশি। জেলাশাসক বাস্তুহারাদের উদ্দেশ্যে আরও বলেন , পাট্টা পাওয়া জায়গাতে আপনারা বাড়ি বানাবেন। এই জমি কোন মতে অন্য কোন ব্যক্তিকে হস্তান্তর করবেন না।