Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁথি হাইস্কুলে দন্ত চিকিৎস্যকদের ওরাল হাইজিন ডে উদযাপন ।

কাঁথির ১৫০ বছরের পুরানো শিক্ষা প্রতিষ্ঠান কাঁথি হাইস্কুলে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশানের পূর্ব মেদিনীপুর শাখার উদ্যোগে ন্যাশনাল ওরাল হাইজিন ডে উদযাপন করা হয়। 
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: রাহুল সাহু, ডা: প্রলয় দাস,ডা: সুক্রিতি পন্ডা,ডা: স্মিতা সাহু প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎস্যকেরা কি ভাবে হাইজিন মেন্টেন করে শরীর সুস্থ রাখা যায় তা তুলে ধরেন। সেই সাথে পড়ুয়াদের দাঁতের পরীক্ষা করা হয় এদিন

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read