মঙ্গলবার দুপুরে সিপিএমের ব্যারাকপুর ব্লক ১ এর বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো বিডিও অফিস সংলগ্ন এলাকায়।
রাজ্যে সদ্য মিটেছে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুঠ করার অভিযোগ এনেছে বিরোধীরা। এমন কি পুলিশের সাহায্য নিয়ে ভোট লুঠ চলেছে বলে অভিযোগ এনেছে বামেরা।
পঞ্চায়েত নির্বাচনে পুলিশ ও বিডিও-র সমর্থনে শাসক দলের ভোট লুঠের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সিপিআইএম-এর তরফে কাঁকিনাড়া পানপুরের ব্যারাকপুর ব্লকের ১ এর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো সিপিএম নেতা কর্মীরা।
বামেদের এই কর্মূচিকে ঘিরে ধুন্ধুমার বাঁধে পানপুর বিডিও অফিসের সামনে। বামেদের পূর্ব ঘোষিত এই কর্মসচিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল পানপুর বিডিও অফিস চত্বরে। এদিন বাম কর্মী সমর্থকরা মিছিল করে এসে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় সেই সঙ্গে তারা বিডিও কে ডেপুটেশন দেওয়ার জন্য বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে তাদের পুলিশের বাঁধার মুখে পড়তে হয়। সেই সময় বামেদের সাথে পুলিশের বচসা বাঁধে। এমন কি পুলিশ বিক্ষোভ কারীদের ওপর লাঠি চার্জ করে বলে অভিযোগ। পুলিশের লাঠিচার্জে জেরে বামেদের বেশ কয়েকজন আহত হয় বলে বামেদের অভিযোগ।এই ঘটনার প্রতিবাদে, সিপিআইএম নেতা কর্মীরা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁকিনাড়া পানপুর জংশন অবরোধ করে। এই অবরোধের ফলে ব্যপক যানজটের সৃষ্টি হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে তে। যার ফলে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। এরপর পুলিশ এসে জোর করে বামেদের এই অবরোধ তুলে দেয়।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি সহ একাধিক সিপিআইএম নেতা ও কর্মীরা।