Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দিঘা জুড়ে মাইকিং করে চলছে সতর্কতা ।

উত্তর-পশ্চিম বঙ্গোসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে । এর জেরে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার থেকে নিম্নচাপ ক্রমশ সরবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে। যার জেরে উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। আর সেই কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকেই দিঘা-মান্দারমনি সহ সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আকাশের মুখ গোমড়া হয়ে ছিলো। মাঝে মধ্যেই ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। 

দিঘা,মান্দারমনি সহ পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর গুলিতে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা ছিলো। প্রাকৃতিক দুর্যোগের কারনে সমুদ্র উত্তাল থাকায় পর্যটক কিংবা সাধারন মানুষ যাতে জলে না নামে তার জন্য কড়া নজরদারি রেখেছিলো পুলিশ প্রশাসন।রাতেও নজরদারি চালানো হয়।  পুলিশ প্রশাসনের তরফে দফায় দফায় মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছে। 

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read