মর্মান্তিক দুর্ঘটনার স্বাক্ষী থাকলো উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের মাগুর কোনা গ্রাম । প্রাকৃতিক দুর্যোগের কারনে
বাড়ির সামনে রাস্তার উপর ভেঙ্গে পড়ে থাকা গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের।
স্থানীয় সূত্রে জানা গেছে সকালে বাড়ির সামনে রাস্তার উপরে একটি ভাঙা ডাল পড়ে থাকতে দেখেন সমীর দাস (৬৮) সেই দলটি সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন, বাবা চিৎকার ছেলে ঘর থেকে বেরিয়ে বাবাকে ছাড়াতে গিয়ে এই বিদ্যুতেই পিষ্ট হয়ে মৃত হয় ছেলে বিকাশ দাসের (৪২) স্থানীয় নলডুগরী বাজারে বৈদ্যুতিক সরঞ্জাম এর দোকান আছে তার ৷
ঘটনাটা নজরে আসতেই সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন দুজনকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাদের মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Author: ekhansangbad
Post Views: ১১২