মাত্র ১৫ দিনের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানায় আইসি বদল হল।হাওড়ার জি আরপি থেকে রাজ্যের এই গুরুত্বপূর্ণ থানার আইসি হয়ে আসছেন তুহিন বিশ্বাস।উল্লেখ্য এর আগেও তিনি নন্দীগ্রাম থানার আইসির দায়িত্ব সামলেছেন ।
বর্তমানে নন্দীগ্রাম থানার আইসি দায়িত্বে আছেন সুমন রায় চৌধুরী ।পঞ্চায়েত ভোটের সময় ছুটিতে ছিলেন নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরী। সেই জায়গায় নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব সামলেছিলেন কাশীনাথ চৌধুরী।
ভোট মেটার
পরে সুমন রায়চৌধুরী নন্দীগ্রাম থানায় যোগ দিলেও পুনরায় নন্দীগ্রাম থানার আই সি বদলের মঙ্গলবার এক নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় দেখা যায় আইসির বদলির খবর।
আচমকা নন্দীগ্রাম থানার আইসি বদল নিয়ে রাজনৈতিক মহলে চর্চা হলেও,পুলিশ সুত্রে এটা রুটিন বদলী বলে দাবি করা হয়েছে
Author: ekhansangbad
Post Views: ১০২