ইন্দ্রজিৎ আইচ
আজকের নারীরাই আসল দুর্গা।যারা ভারতবর্ষে যে কোনো পেশায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছেন তাদের জন্যে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে নিউটাউন দুর্গা উৎসব কমিটি। আজ রাজারহাট নিউ টাউন এর এক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা অধ্যাপিকা উর্মিলা সেন জানালেন আমাদের এই উদ্যোগটা গত বছর থেকে নেওয়া হয়েছে।আমাদের ভারতবর্ষে অনেক টেলেন্ট মহিলা রয়েছেন যারা নিজে লড়াই করে সাফল্য অর্জন করেছেন। গত বছর এই পুজো কমিটি মহিলা ঢাকি ,মহিলা পুরোহিত , মহিলা মৃত শিল্পী দের সংবর্ধনা দেওয়া হয়। এনারা আসল দুর্গা।এবছর অন লাইন প্রতিযোগিতার মাধ্যমে কিছু প্রতিভাবান মহিলাদের বেছে নেওয়া হবে। এর নাম দেওয়া হয়েছে দুর্গা প্রেনিউর। তাদের মধ্যে সপ্তমী, অষ্টমী , নবমী এই তিনদিন ধরে ৫৫ জন মহিলা কে সংবর্ধনা দেবে নিউ টাউন সর্বজনীন
দুর্গা উৎসব কমিটি। আজ এই সন্মেলনে উপস্থিত ছিলেন হিডকো র ডিরেক্টর দেবাশিস সেন সহ বহু বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।