বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নব নির্বাচিত প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামের মহিলারা।যদিও এলাকার সমস্যা সরজমিনে দেখতে ঘটনাস্থলে গেছিলেন এই জেলা পরিষদ সদস্যা।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খড়িগারিয়া গ্রামের রাস্তার বেহাল দশা।অভিযোগ বির্ষা নামায় সেই রাস্তায় প্রায় এক হাঁটু কাদা।ফলে গ্রামবাসীকে হাঁটাচলা করতে সমস্যার মধ্যে পড়তে হয়।
রবিবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যাকে নিয়ে এলাকা পরিদর্শনে যান নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য অঞ্জনা মাইতি। জানা গেছে সেই সময়েই গ্রামের মহিলারা সেখানে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান তাঁরা।
জানা গেছে নবনির্বাচিত জেলা পরিষদ সদস্যা অঞ্জনা মাইতি সেই মহিলাদের সাথে কথা বলেন।তাঁদের আশ্বাস দেন সমস্যা দেখে তার সমাধানের ব্যাবস্থা করবেন বলেই এখানে এসেছেন।এর পরেই আন্দোলন থেকে পিছু হটেন গ্রামের মহিলারা