প্রদীপ কুমার সিংহ
বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্ররা মিলে বৃদ্ধি চারিটেবলস ট্রাস্ট নামে একটা সংস্থা গড়েছে। সেই সংস্থার পরিচালনায় বারুইপুর থানার অন্তর্গত মদারাট কালীতলার এলাকায়একটি রক্তদান শিবির করে।
এই সংস্থা একজন সদস্য সঙ্গে কথা বলে জানা যায় বারুইপুরের বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সংস্থাটি তৈরি হয়েছে ২০২১ সালে।এই রক্তদান শিবিরটি এবছর তৃতীয় বছর পদার্পণ করল।
একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি হয়। এই সংস্থাটি তৈরি হয়েছিল ২০২১ সালে তখন থেকেই রক্তদান শিবির সমাজের বিভিন্ন সামাজিক মূলক কাজ করে আসে। মহিলা ও পুরুষ মিলে মোট ৪০ জন রক্তদাতা স্ব-ইচ্ছায় এই রক্তদান শিবিরের রক্তদান করে।।
Author: ekhansangbad
Post Views: ১৬৩