Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোনের সাথে মোবাইল নিয়ে বিবাদ,আত্মঘাতি জমজ বোন ।

মোবাইল নিয়ে বিবাদ দুই জমজ বোনের মধ্যে,আর তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক বোন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নদীয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার কাদাঘাটা এলাকায়।

এই ঘটনা কে কেন্দ্র করে তীব্র চঞ্চলের সৃষ্টি হয় ওই এলাকায়। রবিবার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, এই দিন রাতে কাদাঘাটা এলাকার বাসিন্দা বিশ্বাস পরিবারে চতুর্থ শ্রেণীর পড়ুয়া জমজ দুই বোনের মধ্যে প্রথমে মোবাইল ফোন নিয়ে বচসার সৃষ্টি হয়। এরপর ছোট বোনের হাত থেকে বড় বোন মোবাইল ফোন কেড়ে নিলে দিদির ওপর অভিমান করে ছোট বোন দিশা বিশ্বাস ঘরে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। পরিবারের লোকজন অসংখ্য জনক অবস্থায় তাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read