৭ম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপে নজর কাড়লো সেইসিনকেই দা উইনার্স একাডেমির ক্যারাটেবিদরা।এবার জেলা রাজ্যের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দারুন সাফল্যের নজির তৈরি করল এই ক্যারাটে একাডেমির ছাত্ররা।
২৯ ও ৩০ জুলাই দুদিন ব্যাপী কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আসর বসেছিলো। ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি মালয়েশিয়া, বাংলাদেশ, ভুটান, নেপাল ও আরো অনেক দেশ থেকে প্রতিযোগিরা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বয়স ভিত্তিক প্রতিযোগিতায় সেইসিনকেই দা উইনার্স একাডেমির ছাত্র- ছাত্রীরা ১৬ টি স্বর্ণপদক ১৮টি রৌপ্যপদক ও ১৫টি তাম্রপদক অর্জন করে একাডেমিকে গর্বিত করেছে বলে জানিয়েছেন একাডেমির প্রধান কোচ বুদ্ধদেব মন্ডল ।
Author: ekhansangbad
Post Views: ১১৬