Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্ব ভারতীয় প্রসাধনী কোম্পানী স্ট্রিকস প্রফেসনালের সেমিনার রাজনন্দিনী’স -এ ।

মাত্র এক মাস কাঁথিতে পথচলা শুরু করেছে রাজনন্দিনী’স। তারমধ্যেই সোমবার সর্ব ভারতীয় প্রসাধনী কোম্পানী স্ট্রিকস প্রফেসনাল সেমিনার করলো মেয়েদের সাজগোজের এই প্রতিষ্ঠানে ।

কাঁথির ক্যানেলপাড়ে ইউনিয়ন ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় গয় ৫ জুলাই রাজনন্দিনী’স এর উদ্বোধন হয়।রজনীগন্ধার ফিতে কেটে মহিলাদের সাজগোজের এই বিউটি পার্লারের উদ্বোধন করেন কাঁথি পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার তনুশ্রী চক্রবর্তী। ছিলেন ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলার তাপস দলাই,ডা: জিকে ঘোষ,সমাজসেবী রঞ্জিত দত্ত,বিশ্বজিৎ দত্ত শুভেন্দু মিশ্র প্রমুখরা। 

সন্ধ্যা এজেন্সীর উদ্যোগে সোমবার রাজনন্দিনী’স -এ সর্ব ভারতীয় প্রসাধনী কোম্পানী স্ট্রিকস প্রফেসনালের সেমিনার অনুষ্ঠিত হল।সন্ধ্যা এজেন্সীর কর্ণধার চিন্ময় মান্না জানিয়েছেন দুই দিন ধরে সেমিনার হবে রাজনন্দিনী’স এ।চিন্ময় জানিয়েছেন কাঁথি শহর ও সংলগ্ন এলাকার অন্যান্য লেডিস পার্লারের কর্নধারেরা এই সেমিনারে উপস্থিত ছিলেন। এই সেমিনারে প্রশিক্ষন দিতে সর্ব ভারতীয় প্রসাধনী কোম্পানী স্ট্রিকস প্রফেসনাল মুম্বাই থেকে প্রশিক্ষক পাঠিয়েছে

রাজনন্দিনী’স এর কর্নধার রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন তাঁর এই পার্লার সব ধরনের আর্থিক অবস্থা সম্পন্ন মহিলাদের রূপচর্চার কেন্দ্র।বলেন এখানে মেয়েরা প্রশিক্ষন নিয়ে নিজেরাও আর্থিক ভাবে স্বনির্ভর হতে পারবে। 

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read