ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কাঁথির বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন পুরন হতে চলেছে।এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রেল মন্ত্রী থাকার সময়ে কাঁথির বাসিন্দাদের কয়েক দশকের স্বপ্ন পুরন করেছিলেন।রেল পরিষেবার সাথে জুড়ে দিয়েছিলেন কাঁথির নাম।এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন জেলা হতে চলেছে কাঁথি।
সোমবার রাজ্য মন্ত্রীসভায় রাজ্যের ৬ জেলা ভাগ করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রশাসনিক কাজে সুবিধার জন্য নদিয়া, বীরভূম, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাকে ভাগ করা যায় কি না তা খতিয়ে দেখতে বলেছেন তিনি।এর জন্যে একটা কমিটিও গঠন করেছে মন্ত্রীসভা।আগামী সাত দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
রাজ্য মন্ত্রীসভার এই সিদ্ধান্তের কথা জানার পরেই খুশীতে স্বপ্ন দেখতে শুরু করেছে কাঁথি।শুধু স্বপ্ন দেখা নয় অনেকে অভিযোগ করেছেন এক দুই জন নেতার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে,নিজেদের ক্ষমতার লোভের কারনে কাঁথি জেলা হওয়া থেকে বঞ্চিত থেকেছে।তাঁদের বিশ্বাস এবার অন্তত সেই চক্রান্তের শিকার হতে হবেনা কাঁথির বাসিন্দাদের।
বিভিন্ন সুত্রের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সম্ভাব্য কাঁথি জেলা কাঁথি-এগরা মহকুমার সবকটা ব্লক ও পৌরসভার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লক নিয়ে গঠিত হতে পারে।
যাই হোক রেলের পর এবার এলাকার বাসিন্দাদের কয়েক দশকের দাবি কাঁথি জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাস্তবায়িত হয় কিনা সেটাই দেখার