মারন ভাইরাস করোনার প্রকোপের সময়ে অর্থাৎ ২০২০ সালে আরামবাগ মহকুমা হাসাপাতালে আস্থায়ী ভাবে কাজে যুক্ত হয়েছিল ২২ জন কর্মী।তার এক বছর পর করোনা পরিস্থিতির উন্নতি হতেই অস্থায়ী ভাবে নিযুক্ত এই কোভিড যোদ্ধাদের কাজ থেকে ছাটাই করে দেওয়া হয়।
কাজের দাবিতে এবার আরামবাগে বিক্ষোভ কর্মসূচি ও পথসভা করলো এই কভিড যোদ্ধারা।
কাজের দাবিতে আন্দোলনে নামা কোভিড যোদ্ধারা দাবি করেছেন তাঁদের কাজে নিয়োগের সময়ে আশ্বাস দেওয়া হয়েছিলো এই প্রতিকুল পরিস্থিতিতে তাঁরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন,তাই খুব শীঘ্রই তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজে তাঁদের স্থায়ী পদে নিযুক্ত করা হবে ।
আন্দোলনে নামা এই কোভিড যোদ্ধারা আরো অভিযোগ করেন আশ্বাস মত তাঁদের স্থায়ী কাজে নিযুক্ত করার পরিবর্তে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে।
এই বিষয়ে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় বলেন এই আস্থায়ী কর্মী নিয়োগের বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না এবং বিষয়টি ওনার এক্তিয়ারের মধ্যে পড়েন না
আন্দোলনকারীরা জানিয়েছে তাঁদের দেওয়া আশ্বাস পুরন না করা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন