Select Language

[gtranslate]
১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতীয় শৈল্পিক শরীরচর্চাবিদ দীপা কর্মকারকে জন্মদিনের শুভেচ্ছা ।

৫২ বছর পর ভারতীয়দের মধ্যে অলিম্পিক গেমসের জিমন্যাস্ট হিসাবে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করে দীপা কর্মকার।১৯৯৩ সালের ৯ আগস্ট ত্রিপুরার রাজধানী আগরতলায় জন্মগ্রহণ করেন দীপা কর্মকার। তার বয়স যখন ৬ বছর, তখন থেকেই সে জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ নেওয়া শুরু করে। তখন থেকেই তার কোচ হিসাবে প্রশিক্ষণ দিচ্ছে বিশ্বেশ্বর নন্দী।

২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে দীপা কর্মকার প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করে।

তিনি গ্লাসগোতে অনুষ্ঠিত ২০১৪ কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসাবে ব্রোঞ্জ পদক জিতেন।এর পূর্বে জিমন্যাস্টিকসে কোন ভারতীয় আন্তর্জাতিক কোন সম্মাননা পায়নি।

২০১৫ ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান দখল করেন।এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক লাভ করেন।

২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের আর্টিস্টিক বা শৈল্পিক জিমন্যাস্টিকস বিভাগের জন্য নির্বাচিত হয়। দীপাই হল প্রথম ভারতীয় জিমন্যাস্ট, যে ৫২ বছর পর অলিম্পিক গেমসের জন্য নির্বাচিত হয়েছে। দীপার পূর্বে ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে একজন পুরুষ জিমন্যাস্ট জিমন্যাস্টিকস ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিল।

জিমন্যাস্টিকস ইভেন্টের এই সফল ক্রীড়াবিদকে ভারত সরকার ২০১৫ সালে অর্জুন ও ২০১৭ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।

দেশের আর্টিস্টিক তথা শৈল্পিক জিমন্যাস্ট দীপা কর্মকারকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা জানায় এখন সংবাদ পরিবার।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read