কড়া পুলিশি নিরাপত্তায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নং ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হল। এদিন এই পঞ্চায়েতে সমস্ত জয়ী প্রার্থীদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচন হয়।
পঞ্চায়েতের ২৩ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পায় ১৫টি, আর বিজেপি ৮টি আসিনে ভোটে জয়লাভ করেছিল। পানিপারুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল থেকে জেতা প্রার্থী রঞ্জিতা প্রধান এবারে প্রধান হিসেবে নির্বাচিত হলেন। উপ প্রধান হলেন তৃণমূল থেকে জেতা প্রার্থী তপন কুমার বেরা।
নব নির্বাচিত পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন, তিনি প্রধান হওয়ার পরে গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নে সব সময় সচেষ্ট থাকবেন।
Author: ekhansangbad
Post Views: ২১৬