পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের চিস্তিপুর ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। আর বোর্ড গঠনের পর এলাকায় উড়লো গেরুয়া আবির। রাজ্যে একাধিক পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে বিরোধী জয়ী প্রার্থীদের দলে টানছে শাসক শিবির বলে বিরোধীরা অভিযোগ করলেও এখানে তেমন ঘটনা ঘটেনি
পটাশপুর ১ নং ব্লকের চিস্তিপুরে প্রধান উপ প্রধান নির্বাচন নির্বিঘ্নেই গঠন করলো বিজেপি। চিস্তিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ৯ টি তে জয়ী হয়েছে বিজেপি। বাকি তৃণমূল ৫ টি ও নির্দলের হাতে ১। সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বুধবার এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো বিজেপি। তা পরেই শুরু হয় গেরুয়া আবির খেলা
Author: ekhansangbad
Post Views: ১৯০