মেষ: আত্মবিশ্বাস এবং প্রত্যয় আপনার চলার পথ সুগম করবে। সাফল্য আসবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ গুলিতে অর্থ ব্যয় করুন। পরবর্তীকালে লাভ পাবেন। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন।
বৃষ: আধ্যাত্মিক সাহচর্যে আপনার মন আজ শান্ত হবে। খরচ করার সময়ে সবদিক বিবেচনা করুন। ধার্মিক স্থানে সময় দিন। ধর্মচর্চায় লাভ। জমি সংক্রান্ত সমস্যাগুলি আজ মিটে যাবে।
মিথুন: আজকে একটি খুশির দিন। অকারণ দুশ্চিন্তা করে দিনটিকে নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে নিজেকে আরও উপযোগী করে তুলতে আধুনিক হওয়ার চেষ্টা করুন। অন্যদের কাজে সাহায্য করুন।
কর্কট: স্ত্রীয়ের সাথে সময় কাটান। মন হালকা থাকবে। বাচ্চাদের নিয়ে বাড়িতে আনন্দে কাটবে। অতীতের কঠোর পরিশ্রমের ফল আজ পাবেন। সাম্প্রতিকতম প্রযুক্তির ব্যবহার শেখা দরকার।
সিংহ: এখন থেকে সঞ্চয় করা শুরু করুন। কর্মক্ষেত্রে উন্নতি। ধার্মিক স্থানে সময় দিন। সকলের সাথে মিলেমিশে থাকুন। আপনি নিজে আপনার শক্তি। লোককে সাহায্য করুন।
কন্যা: নিজের বুদ্ধি দিয়ে সব কাজ করুন। যে কোনও ক্ষেত্রে বিনিয়োগের আগে সবদিক বিবেচনা করুন। কর্মক্ষেত্রে উন্নতি। বাড়িতে থাকা জিনিসপত্র গুছিয়ে রাখুন।
তুলা:পরিবারের মানুষদের দরকারের কথায় আজ গুরুত্ব দেওয়া উচিত। আপনার পরিশ্রম এবং উদ্যোগ আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবে। ধার্মিক স্থানে সময় দিন। ধর্মচর্চা করলে লাভ। কোনও সেমিনারে যোগ দিতে পারেন।
বৃশ্চিক : নিজের মানুষদের সাথে সম্মান দিয়ে কথা বলুন। আপনার রূঢ় ব্যবহারে তাঁরা দুঃখ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ অবসর সময়ে মিটিয়ে ফেলুন।
ধনু: দীর্ঘস্থায়ী মেয়াদে বিনিয়োগের চেষ্টা আজ লাভ দেবে। আপনার অতিরিক্ত জ্ঞান আজ সকলের নজর কাড়বে। বাড়ির এবং অফিসের কাজ মিটিয়ে আজ কিছুটা সময় সিনেমা দেখে কাটাতে পারেন।
মকর : আজ আপনি অনেকটা অবসর সময় পাবেন সমস্ত কাজ মেটানোর পরেও। পরিবারের মানুষদের সময় দিতে পারেবেন। ফলে পরিবারে খুশির পরিবেশ থাকবে। অনেকদিন দেখা হয়নি এমন মানুষদের সাথে আজ দেখা হতে পারে।
কুম্ভ :অপ্রত্যাশিত কিছু খরচের জন্য আপনার আর্থিক সমস্যা তৈরি হতে পারে। আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পথে একধাপ এগোবেন। আবেগতাড়িত হয়ে কোনও কাজ না করাই ভালো।
মীন : বাচ্চাদের নিয়ে খেলাধুলায় মেতে উঠুন। মন হালকা হবে। বাড়িতে কোনও নিমন্ত্রিত অতিথির থেকে লাভজনক প্রস্তাব পেতে পারেন।পরিবারে শান্তি থাকবে।