নেহেরুকে বড় করতে গিয়ে সুভাষ চন্দ্র বসু,সর্দার বল্লভ ভাই প্যাটেল,মৌলানা আজাদের মত স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ কংগ্রেস চক্রান্ত করে ঢেকে দিয়েছে,নেহেরুকে বড় করতে গিয়ে।শুক্রবার বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর একশ ষোলোতম আত্মবলিদান দিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অন্যান্য বছরের মত এদিন আত্মবলিদান দিবসে কাঁথি কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনের সামনে ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মুর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী।
সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হন।তিনি বলেন সুভাষ চন্দ্র বসু থাকতেন তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন।তাহলে দেশের মধ্যে অশান্তি -দারিদ্রতা থাকতো না।একই সাথে শুভেন্দু বাবু অভিযোগ করেন নেহেরুকে বড় করতে গিয়ে সুভাষ চন্দ্র বসু,সর্দার বল্লভ ভাই প্যাটেল,মৌলানা আজাদের মত স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ কংগ্রেস চক্রান্ত করে ঢেকে দিয়েছে