পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শীতলপুরে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়।অভিযোগ বোর্ড গঠনের আগেই প্রস্তাবিত প্রধানকে আটক করে পুলিশ। তারপরেই ক্ষিপ্ত হয়ে বিরোধী সমর্থকেরা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
জানা গেছে শুক্রবার সকালে এই পঞ্চায়েয়ে জয়ী নির্দল প্রার্থী শেখ আব্দুল জব্বারকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরানো একটি কেস এর সূত্রই তাকে আজ গ্রেপ্তার করা হয়। বোর্ড গঠনের কয়েক ঘন্টা আগে এই জয়ী প্রার্থীকে গ্রেফতারের ঘটনাকেঘিরে ব্যাপক উত্তেজনা তৈরী হয় এলাকায় ।
প্রসঙ্গত এই পঞ্চায়েতের ২২টি আসন।তার মধ্যে তৃণমূল ১১ টিতে,সিপিএম পাঁচটি, বিজেপি পাঁচটি এবং নির্দল দুটি আসন পায়।
সংখ্যাগরিষ্ঠ হিসেবে গ্রাম পঞ্চায়েত দখল করার কথা তৃণমূল।কিন্তু সিপিএম,নির্দল এবং বিজেপি জোট বেঁধে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার ছক করেছিল।কিন্তু এক নির্দল প্রার্থীকে পুলিশ গ্রেপ্তার করায় বিজেপি-সিপিএমের ছক ভেস্তে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিজেপি-সিপিএম সমর্থকেরা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এই হামলার ঘটনায় চারজন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বলেই খবর।যদিও এই গ্রেফতারি শাসক দলের চক্রান্ত বলে দাবি করছে বিরোধীরা