শনিবার জাতীয় খাদি দিবসে কাঁথির তাঁত শিল্পীদের সম্বর্ধিত করলো বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা মহিলা মোর্চা।
কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া পঞ্চায়েতের ফরিৎপুরে তাঁত শিল্পের সাথে যুক্ত কয়েকটি পরিবার আছে।কাঁথি সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী ঘনশ্যামলা দাসের নেতৃত্বে মহিলা মোর্চার সদস্যারা সেই গ্রামে গিয়ে দুই জন বয়স্কা তাঁত শিল্পীকে ফুল, মিষ্টি এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন।প্রায় চার দশক ধরে এই মহিলারা খাদি শিল্পের সাথে জড়িত বলে জানিয়েছেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী ঘনশ্যামলা দাস
Author: ekhansangbad
Post Views: ১৩৭