প্রদীপ কুমার মাইতি :- জেলা জুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে পথ দুর্ঘটনা। তাই এবার পথ দুর্ঘটনা এড়াতে স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিলো এগরা ট্রাফিক বিভাগ।
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের নেগুয়া হাইস্কুল এবং কুদিতে রাসন জগন্নাথ প্রাথমিক বিদ্যালয় ও রাসন জুনিয়র গার্লস হাইস্কুলে ট্রাফিক সচেতনতা বাড়াতে এদিন স্কুলের ছাত্র ছাত্রীদের রাস্তা পারাপার সহ বিভিন্ন ধরণের ট্রাফিক নিয়ম সম্পর্কে বিশেষ প্রশিক্ষন দেওয়া হয় ট্রাফিক পুলিশের তরফে। তবে শিবিরে ছাত্রছাত্রীরা খুবই খুশি।
এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন এগরা ট্রাফিক পুলিশের ওসি প্রসেনজিৎ প্রামানিক, এ এস আই কার্তিক দাস সহ এগরা থানার ট্রাফিকের সিভিক ভলেন্টিয়াররা।
Author: ekhansangbad
Post Views: ১৪৪