মাঝে আর মাত্র ২টা দিন,তার পরেই ১৫ আগষ্ট।দেশের স্বাধীনতা দিবস।তার আগে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিলো ইংরেজী মাধ্যম স্কুল মাউন্ট লিটেরা জী।
শনিবার কাঁথির থানা চত্বরে মাউন্ট লিটেরা জী স্কুলের উদ্যোগে দেশের ৭৭তম স্বাধীনতা বর্ষ উপোলক্ষ্যে “হাইলিং ব্রাভেরি” শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
দেশাত্মবোধক গান,আবৃত্তি,নৃত্য সহ ক্ষুদে পড়ুয়াদের দেশপ্রেমিক সাজ প্রদর্শন ও বক্তব্য মন ছুঁয়ে যায় সেখানে উপস্থিত সকল অতিথি,দর্শক,অভিভাবক,অভিভাবিকাদের
অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা,কাঁথি মহকুমা পুলিশ অফিসার সোমনাথ সাহা,কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস,কাঁথি মাউন্ট লিটেরা জী স্কুলের অধ্যক্ষ ড: যোগেশ মহেশ্বরী,বিদ্যালয়ের চেয়ারম্যান চিন্তামনি মন্ডল প্রমুখ
Author: ekhansangbad
Post Views: ১৩৬