পঞ্চায়েত প্রধান উপপ্রধান নির্বাচনের পদ্ধতি সঠিক নয়। এই অভিযোগ তুলে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
অভিযোগ ১১আগস্ট পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই ব্লকের জুখিয়া তে প্রধান এবং উপপ্রধান নির্বাচন হয়। ওই পঞ্চায়েতে মোট ২৮ টি আসন। তারমধ্যে বিজেপি এবং তৃণমূল ১৪ টি করে আসনের জয় লাভ করে। প্রধান নির্বাচনের দিন তৃণমূল এবং বিজেপি চৌদ্দটি করে ভোট পায়। যার কারণে ড্র হয়ে যায়।
তারপরে লটারির মাধ্যমে বোর্ড গঠনের সিদ্ধান্ত না করে টস করে পঞ্চায়েত বোর্ড গঠন করা হয়। এই টস নিয়ে বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অভিযোগ তোলেন। বিজেপির এই অভিযোগ বিডিও তাদের দাবিকে গুরুত্ব দেয়নি।
বিজেপির অভিযোগ কয়েন টস করার সময় ফ্যানে লেগে যায় এবং সেই টসে তৃণমূল জয়ী হয়। পুনরায় টস করার আবেদন জানালেও কোন গুরুত্ব দেয়নি বিডিও। আরো অভিযোগ উপ-প্রধানের নির্বাচনের ক্ষেত্রেও টস ঠিক হয়নি বলে অভিযোগ । বিজেপির সদস্যরা জানাচ্ছেন বারবার আবেদন করার পরেও কোন ব্যাবস্থা নেয়নি বিডিও।
এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তিনি বলেন প্রস্তুতি নেওয়া হয়েছে সোমবার আদালতে মামলা দায়ের করা হবে। যদিও এক্ষেত্রে বিডিও এবং তৃণমূলের সদস্যরা জানিয়েছে সঠিক পদ্ধতিতে বোর্ড গঠন হয়েছে।