প্রধান নির্বাচনে মনোমালিন্যের জেরে দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর চালানোর পর এবার ব্লক সভাপতিকে পার্টি অফিসে ঢুকতে না দেওয়ার হুমকী দিলো নীচুতলার তৃনমূল কর্মীরা !
ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট পঞ্চায়েতের।
জানা গেছে শাসক দলের দুই গোষ্ঠীর এক এক জন করে পঞ্চায়েতের প্রধানের দাবিদার ছিলো।এক গোষ্ঠীর দাবি পুরন হয়ছে,এক গোষ্ঠীর হয়নি।অভিযোগ এর জেরেই গোবর্ধনপুর এলাকায় গতকাল তৃণমূলের ব্লক দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ছিল শাসক দলের কর্মীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল কার্যালয়ে দেওয়ালে ব্লক সভাপতির বিরুদ্ধে পড়লো পোস্টার।
আর ওই পোস্টারে লেখা রয়েছে বিক্রি হওয়া ব্লক সভাপতি দুর্গাপদ পাহাড়ী হাঁটাও, এখানে কাকুর প্রবেশ নিষেধ, প্রচারক তৃণমূল কংগ্রেসের চুন লাগানো ও ফ্ল্যাগ লাগানো এক কনিষ্ঠ কর্মীরা।
এ বিষয়ে ব্লক সভাপতি দুর্গাপদ পাহাড়ি জানিয়েছেন পঁচেটের প্রধান নির্বাচনকে কেন্দ্র করে সমস্যার সমাধান করেছি ।পরিস্থিতি স্বাভাবিক হতে আর কিছুটা সময় লাগবে ।এই সুযোগ নিয়ে বিজেপি মাঝখানে ঢুকে পড়েছে ।দূর্গাপদ বাবু বলেন এই সব নোংরামি যাদের স্বভাব তারা নোংরামি করেছে।এলাকার মানুষ সব জানে ।