Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের বৃক্ষরোপণ ও রক্তদান শিবির।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর হাইস্কুলে প্রাক্তন ছাত্ররা বৃক্ষরোপণ ও রক্তদান শিবির করল বারুইপুর স্কুলে। বারুইপুর হাই স্কুলে ১৯ ৯৫ সালের মাধ্যমিক ছাত্ররা একটি সংগঠন করে নাম বি এইচ এস ৯৫ ব্যাচ।



বি এইচ এস ৯৫ ব্যাচের সভাপতি ড: অরূপ চক্রবর্তী সঙ্গে কথা বলে জানা যায় ২০১৯ সাল থেকে এই বৃক্ষরোপণ ও রক্তদান শিবির করে আসে। তাছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির,বৃক্ষরোপণ, সৌর লন্টন বিতরণ, রক্তদান শিবির, দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পুস্তক, খাতা, পেন বিতরণ, প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষকে খাদ্য বিতরণ সহ বিভিন্ন সামাজিক মূলক কাজ করে ।

রবিবার বারুইপুর হাই স্কুলে যে রক্তদান শিবির করেছিল তাতে সহযোগিতা ছিল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক ।

সেই সাথে বারুইপুর গ্রামীণ এলাকায় কৃষ্ণচূড়া দেবদারু সহ বিভিন্ন রকমের গাছ প্রায় ৫০ টি মতো বৃক্ষ রোপন করেছে। মহিলা ও পুরুষ মিলে মোট ৬০ জন রক্তদাতা রক্ত দান করে।

পাশাপাশি বারুইপুরে শাসন যুবক সমিতি স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। শাসন যুবক সমিতি সদস্যরা ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী বিরাট সাংস্কৃতিক প্রতিযোগিতা করছে। এই সমিতির সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় ১৩ আগস্ট রবিবার তাদের সংঘ ভবনে বাচ্চাদের বসে আঁকো , আবৃতি প্রতিযোগিতা করে। আগামী ১৫ আগস্ট এর দিনকে বিভিন্ন বয়সের বিভাগে নৃত্য প্রতিযোগিতা হবে।


ওই দিনই বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।এবারে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব প্রায় ৭৫ বছরে পদার্পণ করলো। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭০০ উপর প্রতিযোগী এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে। আবৃত্তি প্রতিযোগিতা বিভিন্ন বয়সের চারটি বিভাগের প্রতিযোগিতা হয় বসে আঁকো প্রতিযোগিতা বিভিন্ন বয়সের চারটি বিভাগে এই প্রতিযোগিতা হয় সেই সঙ্গে রবীন্দ্র নজরুল দেশাত্মবোধক সংগীতে সহযোগে বিভিন্ন বিভাগের কেবলমাত্র মহিলাদের নৃত্য প্রতিযোগিতা হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ কলকাতা থেকে বিশিষ্ট বিচারক মন্ডলী এই প্রতিযোগিতায় বিচার করে।

শাসন যুবক সমিতি সারা বছর ধরে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান সামাজিক মূলক অনুষ্ঠান ও দুর্গাপূজা উৎসবে দুস্থ মানুষের বদ্ধ বিতরণ করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read