Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসের দিন খুঁটি পুজা ভোগপুরে।

বাঙালির সবথেকে বড় পুজো দূর্গাপুজো।পুজো আর যেহেতু আর বেশিদিন বাকি নেই,তাই এখন থেকেই শুরু হয়েগেছে কাউন্টডাউন। বিভিন্ন জায়গার মতো স্বাধীনতা দিবসের দিন পূর্ব মেদিনীপুরের ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস অ্যাসোশিয়েশনের ৪৩ তম বর্ষের দূর্গাপুজোর খুঁটি পুজা হলো।

প্রতিবছরই ১৫ আগস্টের দিনেই খুঁটি পুজো হয়ে থাকে।আজও ঠিক একইভাবে মাঙ্গলিক নিয়মনীতি মেনেই খুঁটি পুজো সম্পন্ন হলো। পুজো উদ্যোক্তারা জানান,এবছর বহু দর্শনার্থী মন্ডপে আসবে তাদের এমনটাই আশা।কারন এবারের মন্ডপের ভেতর ও বাইরে থাকবে বাংলার কুটির শিল্পের নানান রকমারি হাতের কাজের ছোঁয়া।পাশাপাশি প্রতিমা এবার সাবেকিয়ানার ছোঁয়া থাকবে।

প্রতিবছরই এলাকায় এই ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের দূর্গা প্রতিমা ও মন্ডপে থাকে নতুনত্বের ছোঁয়া এবং দর্শনার্থীরাও ভিড় জমান।ঠিক একইভাবে এবছরও দর্শনার্থীদের আকর্ষণ জাগাবে মন্ডপ ও প্রতিমায়,এমনটিই আশা ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস অ্যাশোসিয়েশনের সম্পাদক সন্দীপ সাহুর।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read