পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে গ্রেপ্তার করা হল যাদবপুরের প্রাক্তন ছাত্র সপ্তক কামিল্যাকে। আর এর মাধ্যমে যাদবপুর ছাত্র মৃত্যু কান্ডে জড়িয়ে পড়লো এগরা।
জানা গেছে কলেজ ক্যাম্পাসে ছাত্রের মৃত্যুর পর, এই সপ্তক কামিল্যা হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। তারপরই সপ্তক কে এগরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সপ্তকের বাড়ি এগরার ৬ নং ওয়ার্ড।
পুলিশ সূত্রে খবর , গতকাল রাতে লালবাজার ও যাদবপুর থানার একটা যৌথ তদন্তকারি দল সপ্তকের বাড়িতে এসে তাকে নিয়ে যায়। সব মিলিয়ে যাদবপুরকান্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিল সৌরভ। তারপর আরো দুজনকে গ্রেফতার করা হয়। বুধবার আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে তিন জন প্রাক্তনি ও তিন জন বর্তমান পড়ুয়া। গ্রেপ্তার হওয়া ৬ জনের মধ্যে রয়েছে এগরার সপ্তক কামিল্যা।
পুলিশ এসে সপ্তক গ্রেফতার হতেই ছড়িয়েছে চাঞ্চল্য।