Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রভাতফেরীর প্রতিযোগিতায় প্রথম নিউ কন্টাই নার্সারি ও চন্দ্রামনি ব্রাম্ভ বালিকা।

দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে বিদ্যালয় গুলির প্রভাতফেরীর উপরে প্রতিযোগিতার আয়োজন করেছিলো কাঁথি লিও ক্লাব।সংবাদ সংস্থা “এখন সংবাদ”- এর সাথে যৌথ ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে লিওরা।



দুটি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো । প্রাথমিক ও নার্সারি বিদ্যালয় গুলিকে নিয়ে একটি বিভাগ এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনীর বিদ্যালয় গুলিকে নিয়ে অপর একটি বিভাগ হয়েছিলো।

প্রাথমিক ও নার্সারি বিদ্যালয় গুলির বিভাগে প্রথম হয়েছে নিউ কন্টাই নার্সারি স্কুল।পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনীর বিদ্যালয় গুলির বিভাগে প্রথম হয়েছে চন্দ্রামণি ব্রাম্ভ বালিকা বিদ্যালয়।

আয়োজকদের সুত্রে জানা গেছে প্রাথমিক ও নার্সারি বিদ্যালয় গুলির বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নিউ কন্টাই নার্সারি স্কুল,চন্দ্রামনি প্রাথমিক বিদ্যালয় ও কন্টাই নার্সারি স্কুল।এই বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে স্কুল ডি লাইট।



পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনীর বিদ্যালয় গুলির বিভাগে
প্রথম,দ্বিতীয় হয়েছে যথাক্রমে চন্দ্রামণি ব্রাম্ভ বালিকা বিদ্যালয় ও হিন্দু গার্লস স্কুল।এই বিভাবে যুগ্মভাবে তৃতীয় হয়েছে কন্টাই মডেল ইনস্টিটিউশন ও কাঁথি হাই স্কুল

লিও ক্লাবের সম্পাদক অনিক গিরি খুব শীঘ্রই সফল প্রতিযোগী স্কুল গুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read