শাশুড়ির চড়ে মৃত্যু হল বৌমার।গ্রেফতার হল স্বামী সাগর মহাপাত্র,তবে পলাতক শাশুড়ি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পটাশপুর দুই ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতে ব্রজবল্লভপুর গ্রামে।
গত মঙ্গলবার গৃহবধূ ঋতু মহাপাত্র এর সঙ্গে শাশুড়ির বচসা হয়। বচসা থেকে উত্তেজনা বাড়ে। উত্তেজিত হয়ে শাশুড়ি বৌমার গালে চড় মারে। শাশুড়ির চড়ের জেরে বৌমা সংজ্ঞা হীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পড়ে থাকার পর পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।
প্রতিবেশীদের সূত্রে জানা গেছে সাগর মহাপাত্রের সঙ্গে পাশের গ্রাম বড় উদয়পুরের ঋতুর প্রেম হয়। নতুন প্রেমের পরে বিয়ে হয়। এই বিয়ে সাগরের পরিবার মেনে নিতে পারেনি। সেই কারণে মাঝে মধ্যে ঝগড়াঝাটি চলত বৌমার সঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঋতুর বাপের বাড়ির লোকেরা খুনের অভিযোগ দায়ের করেছে পটাশপুর থানা। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে গৃহবধুর স্বামী সাগর মহাপাত্র কে গ্রেপ্তার করে। তাকে বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এই ঘটনার পরেই গৃহবধুর শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যরা অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে সূত্রের খবর। তাদের গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।