পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর,পটাশপুর ও এগরা থানা নিয়ে গঠিত এগরা মহকুমা অ্যাডভোকেট ইউনিটের পক্ষে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হয় ।সেই অনুষ্ঠানে দীর্ঘদিন এগরা মহকুমা গঠন হলেও এখনোও আদালত চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
অ্যাডভোকেট সহ ল ক্লার্কদের কার্যালয়ে প্রবীন সদস্য দেবাশীষ রায়ে্র জাতীয় পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এই উদ্যেশে বৃক্ষ রোপন হয়।ছিলেন সংস্থা সভাপতি অমল রঞ্জন রায়, মিলন দাস, সন্দীপন কুইল্যা, দীলিপ আচার্য, গোপা আচার্য প্রায় ৫০-৬০ জন অ্যাডভোকেট। কয়েকজন অ্যাডভোকেটকে সম্মাননা জ্ঞাপন হয়। বক্তব্যে সকলে এগরায় জুডিশিয়াল কোর্ট চালুর দাবিতে জেলা জজ, মুখ্যমন্ত্রী ও আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কথাও বলা হয়।
সংগঠনের পুরানো কমিটির সঙ্গে নতুনভাবে অ্যাকসান কমিটি গঠিত হয়। রামতনু ঘাটা ও অঙ্কু সোনাঘাঁটাকে কমিটিতে যুক্ত করার প্রস্তাব দেয়। আইনজীবী দীলিপ আচার্য মহকুমা ইউনিটের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শেষে ইউনিট সম্পাদক মিলন দাস সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ইউনিট প্রেসিডেন্ট অমল রঞ্জন রায়।