‘
‘মূমুষ’ রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কাজলা জনকল্যান সমিতির সভাকক্ষে। কাজলা জনকল্যাণ সমিতি , কাজলা কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি ও লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্টেনিয়াল এর যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির উদ্বোধন হয়।
মহিলা ও পুরুষ মিলে প্রায় ৭৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন লায়ন্স সেন্টেনিয়ালের সভাপতি অতশী মণ্ডল, কাজলা জনকল্যান সমিতির সভাপতি অসীম দাস, সম্পাদক স্বপন পণ্ডা, সরদা গ্রাম পঞ্চায়েত সদস্য তপন সাউ, কাজলা কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির ম্যানেজার রঞ্জন মজুমদার, কাঁথি উজ্জিবন ব্যাঙ্কের ম্যানেজার ও প্রতিনিধি ও কাঁথি HDFC ব্যাঙ্কের প্রতিনিধিগণ। রক্ত সংগ্রহ করে কাঁথি মহকুমা ব্লাড ব্যাঙ্ক, উপস্থিত ছিলেন সেক মফিজুল হোসেন। সকল রক্তদাতের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে সম্পাদক মহাশয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।