কেকা মিত্র :- ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের ৪৫তম বর্ষপূর্তি উৎসব হতে চলেছে ৩০ আগস্ট বুধবার , রবীন্দ্রসদনে। অনুষ্ঠানে কলকাতা , যাদবপুর , রবীন্দ্র ভারতী , বর্ধমান এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সাংবাদিকতা ও গণজ্ঞাপনে প্রথম স্থানাধিকারী ছাত্র- ছাত্রীদের স্মৃতি পুরস্কার দেওয়া হবে।
সেই সঙ্গে এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমতুল পরীক্ষায় কৃতকার্য ক্লাব সদস্যদের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিকে সম্বর্ধনা জানানো হবে।
প্রতি বছরের মতো এবারও একজন বর্ষীয়ান সাংবাদিককে স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এছাড়াও একজন প্রতিভাবান খেলোয়াড়কে সম্বর্ধনা জানানো হবে।
উৎসবের দ্বিতীয়ার্ধে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সা রে গা মা পা খ্যাত সমদীপ্তা মুখার্জী সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক , বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক ড: সায়ন্তন ভাদুড়ি প্রমুখ।