পূর্ব মেদিনীপুর জেলাশাসকের সভা কক্ষে এক দিবসীয় জেলাস্তরে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রবীন্দ্র সংগীত ও আধুনিক গান।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমি , তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই জেলা স্তরে সংগীত প্রতিযোগিতা। ১৭ থেকে ২৭ বছরের ছেলেমেয়েরা এই সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।
রবীন্দ্র সংগীতে পূর্ব মেদিনীপুর জেলায় চারটি সাব ডিভিশন তমলুক, হলদিয়া, কাঁথি, এগরা মিলিয়ে মোট ৪৩ জন। আধুনিক গানে ২৪ জন অংশ গ্রহন করে ।
জানা গেছে প্রতিটি বিভাগে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীকে পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমিতে তে পাঠানো হবে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে, উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক।
Author: ekhansangbad
Post Views: ১৫৫