প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুরে রেলগেটে সিলভার স্পুন নামের একটি এসি রেস্টুরেন্টে রান্না ঘরে আগুন লাগে শনিবার ভোর পাঁচটা নাগাদ। রেস্টুরেন্ট এর সামনে অটো স্ট্যান্ড ।সেই অটোর স্ট্যান্ডের একটি অটোর ড্রাইভার প্রথমে সেই আগুন দেখতে পায়। তারা ওই হোটেলে কর্মচারীদের খবর দেয়।সঙ্গে সঙ্গে হোটেলে কর্মচারী ও স্থানীয় বাসিন্দা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
মনিকা ব্যানার্জি নামের এক স্থানী বাসিন্দা বলেন সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে সিলভার স্পুন রেস্টুরেন্টের রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল দপ্তরের খবর দিতে তারাও কিছুক্ষণের মধ্যে একটা ইঞ্জিন গাড়ি দুর্ঘটনাস্থলে পাঠায় । প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনী আধিকারিক জালাল উদ্দিন মোল্লা জানাচ্ছেন ভোর ৫টা নাগাদ আগুন লাগে, আমাদের দপ্তরের খবর দিতে সঙ্গে সঙ্গে আমরা আসি একটি বড় ইঞ্জিন গাড়ির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে এক ঘন্টার মধ্যে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এ আগুন লেগেছে ।
রেস্টুরেন্টের মালিক দীপঙ্কর পাল জানাচ্ছে ভোর ৫টা নাগাদ রেস্টুরেন্টের রান্নাঘরে আগুন লাগে ফ্রিজের শর্ট সার্কিট থেকে। প্রথমে তার শ্রমিকরা ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে একটি দমকল বাহিনী ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় । ক্ষয়ক্ষতি রান্নাঘরে একটি ৩০০ লিটারের বড় ফ্রিজ এবং রান্নাঘরের কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে।