আজ’ অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশনের ‘ উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের মৌপাল দেশপ্রাণ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্রছাত্রী বিভাগের দুটি ফুটবল টিমকে খেলার সামগ্রী তুলে দেওয়া হলো।মূলত জঙ্গলমহলের বেশিরভাগ ছাত্রছাত্রী অনগ্রসর জাতির ।
স্কুলের এই দুটি ফুটবল টিমে রয়েছে একাধিক প্রতিভাবান ফুটবলার।তাদের পাশে দাঁড়ানোর লক্ষেই জঙ্গলমহলের এই স্কুলের বয়েজ ও গার্লস দুটি ফুটবল টিমের পাশে দাঁড়ালো অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশন । এই প্রতিভাবান ফুটবলারদের পাশে দাঁড়ানোর লক্ষে সংস্থার পক্ষ থেকে খেলার সামগ্রী তুলে দেওয়া হলো।
এদিন দেওয়া হয় ফুটবল, স্কিপিং ,স্পাইক ,সিনগাড় সহ একাধিক জিনিসপত্র দুটি টিমকেই। উড়ানের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রসূন কুমার পড়িয়া ,এছাড়াও ছিলেন সহশিক্ষক বৃন্দ ,ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষা কর্মীরা।
অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশন এর পক্ষ থেকে ছিলেন চেয়ারম্যান কমলিকা দাস মাইতি, প্রেসিডেন্ট নারায়ন জানা ,কোষাধ্যক্ষ পিউ আদক সহ ছিলেন সম্বরণ বেরা ,মধুমন্তী পাত্র ও মৌমিতা রায়চৌধুরী।এ
সংস্থার এই উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রীরা।