প্রদীপ কুমার সিংহ :- ৪৯ বছরের দূর্গা পূজার খুঁটি পূজা হলো বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার বিশালক্ষী তলার সপ্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় ৪৯ বছরের দুর্গা পূজার খুঁটি পূজা হলো রবিবার সকালে।
সাতটা গ্রামের বাসিন্দাদের একত্রিত হয়ে সপ্ত পল্লী গঠিত হয়েছে। প্রতি বছরে এই সপ্ত পল্লী সার্বজনীন দূর্গা পূজা কমিটির দূর্গা পূজা মন্ডপের চমক দেয়। পূজা কমিটির সভাপতি আশীষ দেব রায় সঙ্গে কথা বলে জানা যায় সমাজে মানুষের জাতির মধ্যে যে হানাহানি চলছে সেই কথা মাথায় রেখে এবার এই মন্ডপে থিম সর্বধর্ম সমন্বয়ে মানবিক। এবারে মূল আকর্ষণ থাকবে সর্বধর্ম সমন্বয়ে মানবিক দিকটি দূর্গা মায়ের ফুটে তুলবে। খুঁটি পুজো অনুষ্ঠানে আবাল বৃদ্ধ বনিতা বহু মানুষ ভিড় করেছিল। বিশেষ করে মহিলাদের ভিড় চোখে দেখার মত।
এই মন্ডপটি তৈরি করছে বারুইপুরের নিউ ডায়মন্ড ডেকোরেটাস। এবারে পূজোর বাজেট প্রায় ১৩ লক্ষ টাকা। সামনে বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এ বছরে বাজেট কম আছে।