পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ১৭-১৮-১৯ নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় খেলা হবে দিবস উদযাপন হল। রবিবার খেলা হবে কর্মসূচি কন্টাই টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পীযূষ দাসের প্রতিকৃতিতে মাল্য দান করে খেলা হবে দিবসের সূচনা হয়।
উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল কুমার মান্না, জেলা সভাধিপতি উত্তম বারিক,এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি কাউন্সিলর নিত্যানন্দ মাইতি,নিরঞ্জন মান্না সহ অন্যান্য বিশিষ্ট জন।
বিধায়ক তরুণ তরুণ কুমার মাইতি বলেন ক্রীড়া জগতে প্রতিভাবানদের অনুসন্ধানের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলা হবে দিবস প্রচলন করেন। প্রতিবছর ১৬ আগস্ট খেলা হবে দিবস উদযাপন হয়। সেই কারণে কাঁথির ১৭-১৮-১৯ নম্বরের ওয়ার্ডের খেলোয়ারদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়।
জানা গেছে রবিবার এই প্রতিযোগিতায় ১২ টি দল অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন রানার্স দলকে পুরস্কৃত করা হবে। এছাড়াও কৃতি খেলোয়ারদেরও সম্মানিত করা হবে।পৌর এলাকায় বাকি ওয়ার্ডগুলো তেউ খেলা হবে দিবস উদযাপন হবে বলে জানা গেছে।