Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃণমূল-বিজেপিকে সমর্থন করায় আট জন সদস্যকে বহিষ্কার করলো সিপিএম ।

পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চায়েত নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল-বিজেপিকে সমর্থন করায় আট জন সদস্যকে বহিষ্কার করলো সিপিএম নেতৃত্ব। সেই সাথে পঞ্চায়েত নির্বাচনে নিষ্ক্রিয় ভুমিকা পালন করায় শোকজ করা হয়েছে আরো ২২৩ জনকে। আগামী সাত দিনের মধ্যে দিতে হবে উত্তর।

তৃণমূল বা বিজেপিকে সমর্থন করলে বরখাস্ত করা হবে বলে সাম্প্রতিক পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন পূর্ব মেফিনীপুর জেলা সিপিএম নেতৃত্ব। গত ৩১ জুলাই পূর্ব মেদিনীপুরে সিপিএম-এর সম্পাদক নিরঞ্জন সিহি বলেছিলেন, তৃণমূল বা বিজেপি এদের কাউকে আমরা সমর্থন করি না আমরা নিরপেক্ষ থাকব। এর পরেও কেউ এই দুই দলকে বোর্ড গঠনে সমর্থন করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

কিন্তু বাস্তবে দেখা যায় কয়েকটি পঞ্চায়েতে বিজেপি বা তৃণমূলকে বোর্ড গঠনে সহায়তা করে সিপিএমের জয়ী সদস্যরা ।কোথাও কোথাও তৃনমূল বা বিজেপিকে সমর্থন করার পরও বামেদের সেই জয়ী সদস্যকে সম্বর্ধনা দেন সিপিএম নেতৃত্ব। এবার তাঁদের  বিরুদ্ধেই পদক্ষেপ করা হল।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েতে বোর্ড গঠনে তৃণমূল বা বিজেপিকে সমর্থন করেছেন, এমন সদস্যদের চিহ্নিত করতে ৩৩টি এরিয়া কমিটিকে নির্দেশ দিয়েছিলেন সিপিএমের জেলা নেতৃত্ব।

রবিবার জেলা কমিটির বৈঠকে মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীর উপস্থিতিতে সেই রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রত্যক্ষ ভাবে তৃণমূল এবং বিজেপিকে সাহায্য করার অভিযোগে আট জন সদস্যকে বহিষ্কার করা হবে। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন, সিপিএমএ-র ভগবানপুর-২ এরিয়া কমিটির সম্পাদক, প্রতাপদিঘি এরিয়া কমিটির দুই সদস্য, এগরা এরিয়া কমিটির এক সদস্য এবং হলদিয়া গ্রামীণের চার দলীয় সদস্য। এ ছাড়াও, পঞ্চায়েত ভোটে নিষ্ক্রিয় থাকার অভিযোগে শোকজ করা হচ্ছে ২২৩ জন দলীয় কর্মীকে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read