আড়গোয়াল পঞ্চায়েতের সভাগৃহে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় সোমবার। উপস্থিত ছিলেন নব নির্বাচিত প্রধান মালেক আলি , উপ প্রধান রুমা প্রধান, পঞ্চায়েত আধিকারিক দিলীপ কুইলা ও পঞ্চায়েতের সম্পদ কর্মী ভি আর পি বৃন্দ। এছাড়া ও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান অর্পিতা বর সহ বিভিন্ন সংসদের পঞ্চায়েত সদস্য ও সদস্যা বৃন্দ।এই সভায় ডেঙ্গু সহ পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণের বিভিন্ন পরিকল্পনা গ্ৰহণ করা হয়।ভি আর পিদের পক্ষে উৎপল বিকাশ দাস ও প্রতিমা দাস বিভিন্ন সংসদের বর্তমান পরিস্থিতি কথা তুলে ধরে এই পঞ্চায়েতকে পতঙ্গ বাহিত রোগ মুক্ত গ্ৰাম পঞ্চায়েত করার অঙ্গীকার করেন। সভায় পৌরহিত্য করেন নব নির্বাচিত প্রধান মালেক আলি।
Author: ekhansangbad
Post Views: ১০০