পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে মহিষাদল ট্রাফিক বিভাগ ও মহিষাদল থানার উদ্যোগে পালিত হল ট্রাফিক সচেতনতার প্রচার। সোমবার মহিষাদল বাজার এলাকা ঘুরে পথচলতি মানুষ ও এলাকার মানুষদের সচেতন করা, লিফলেট বিলি, মাইকিং এর মাধ্যমে রাস্তা পারাপারের সময় কি কি করণীয় তা তুলে ধরা যেমন হয়।
তেমনি হলদিয়া মেচেদা রাজ্য সড়কের সিনেমা মোড়ে হেলমেট হীন বাইক আরোহীদের আটকে তাদের একটি করে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে তাদের জীবন মূল্যবান, ট্রাফিক আইন মেনে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়।
মহিষাদল থানার ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সুশান্ত প্রামাণিক জানান, ট্রাফিক নিয়ম মেনে যাতে গাড়ি চলাচল করে তার জন্য গাড়ির চালকদের যেমন সচেতনতার বার্তা তুলে ধরা হয় তেমনি পথ চলতি মানুষদেরও সচেতন করা হয়। সকলের প্রচেস্টায় যাতে দুর্ঘটনার সংখ্যা কমানো যায় তার জন্য আমাদের এই উদ্যোগ।