Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘাটালের সেচ দপ্তরে স্মারকলিপি পেশ ।

দুই মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রনের প্রকল্প “ঘাটাল মাস্টার প্ল্যানে”অবিলম্বে অর্থ বরাদ্দ করে কাজ শুরুর দাবীতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ ঘাটালের সেচ দপ্তরের এস ডি ও উজ্জ্বল মাকালকে ৮ দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিনিধিদলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি,অফিস সম্পাদক কানাই লাল পাখিরা,সহকারী সম্পাদক প্রশান্ত মাজী প্রমুখ। দাবীগুলির মধ্যে অন্যতম হল- মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদীর নিম্নাংশ খনন এবং সংশ্লিষ্ট নদীবাঁধের স্লোপে কংক্রীটের স্ল্যাব বসিয়ে পাকাপোক্তভাবে নির্মাণ,বর্ষার সময় শীলাবতীর জলচাপ কমানোর জন্য চন্দ্রেশ্বর খালের বৈকুন্ঠপুর থেকে সুরথপুর পর্যন্ত নূতন খাল খনন করে শীলাবতীর সাথে সংযোগ, শীলাবতীর বাছরাকুন্ডু থেকে নূতন একটি খাল খনন করে সামাটে কংসাবতী নদীর সাথে ফেলা, সাহেবঘাটে কংক্রিটের ব্রীজ নির্মান প্রভৃতি।

এস ডি ও (সেচ) দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read