Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দূর্গা পূজা কমিটি গুলিকে সরকার দেবে ৭০ হাজার টাকা।।

শারদীয়া উৎসব উপলক্ষে সারা রাজ্যের সাথে কাঁথি মহকুমায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ও সমন্বয় বৈঠক হয় মঙ্গলবার।

কাঁথি মহকুমা শাসকের অফিসে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য, কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল কুমার মান্না, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অয়ন কুমার বিশ্বাস, এএসপি গ্ৰামীন মানব সিংঘলা,এসডিপিও সোমনাথ চক্রবর্তী, আই সি অমলেন্দু বিশ্বাস প্রমুখ আধিকারিকগণ।

পূজায় ক্লাব গুলিকে ৬০ হাজার টাকার পরিবর্তে এ বৎসর ৭০ হাজার দেওয়ার ঘোষণা, পূজা আয়োজক কমিটি বিদ্যুৎ বিলে ১/৪শতাংশ সাবসিডি পাবেন। মুখ‍্যমন্ত্রী এদিন একই সাথে আ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন চালু করেন

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read