পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় বুধবার আন্দোলনে নামে সিপিএম।হলদিয়া পৌরসভার পৌর পরিষেবার বেহাল দশার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।করা হয় পথ অবরোধ।
এদিনের আন্দোলনে বামেদের তোলা দাবি গুলির অন্যতম গোটা হলদিয়া পৌর এলাকা জুড়ে বেহাল নিকাশি ব্যবস্থার উন্নতি, পানীয় জলের সংকটমোচন, বেহাল রাস্তাঘাটের বেহালদশার দ্রুত সংস্কার প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ১৮৭