Select Language

[gtranslate]
১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁথি মুসলীম গার্লস স্কুলে স্বাস্থ্যবিধি সচেতনতা শিবির ও ন্যাপকিন প্রদান।

শুক্রবার কাঁথি মুসলীম গার্লস স্কুলে ষষ্ঠ শ্রেনী থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ছাত্রীদের নিয়ে পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশনের উদ্যোগে “ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি এবং মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে সচেতনতা ও ন্যাপকিন প্রদান” অনুষ্ঠান হয়।

ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি একটি প্রতিরোধ মূলক স্বাস্থ্য পরিমাপ ,যা একজন ছাত্রীর মানসিক,সামাজিক ও শারীরিক সুস্থতার জন্য কাজ করে।বয়ঃসন্ধিকালের জন্য অভিভাবকরা আজকের কিশোরী মেয়ের কাছে গুরুত্বপূর্ণ বার্তা ঠিক দিতে পরেন না, সেই কারনে পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন মেয়েদের মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপুর্ণ দিকটিকে তাদের কাছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরতে উদ্যোগী হয়েছে।

এমন সেমিনার আজকের দিনে খুবই গুরুত্বপূর্ন বলে বিদ্যালয়ের সকল শিক্ষিকা সহ প্রধান শিক্ষিকা ইন্দ্রানী শাসমল মনে করেন। শুধু তাই নয় এই কর্মসূচিতে পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া গাছ লাগিয়ে তাঁদের কাছে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা যে অপরিসীম এই বার্তা সকল ছাত্রীদের মধ্যে পৌঁছে দিয়েছে।

প্রধান শিক্ষিকা ইন্দ্রানী দেবী বলেন এই কর্মসূচীতে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা যে সকল-পরামর্শ পেল তা তাদের ব্যক্তিগত জীবনে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করতে বাধ্য। তাদের ভবিষ্যত জীবনেও এই শিক্ষা তাদের মূলধন হিসেবে থেকে যাবে। আমি বিদ্যালয়ের তরফ থেকে পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশন-কে অসংখ্য ধন্যবাদ জানাই।

পশ্চিম বামুনিয়া সমৃদ্ধি ফাউন্ডেশনের সদস্যা রূপালী মাইতি খুব সুন্দর করে এই ব্যাপারটিকে ছাত্রীদের কাছে পরিবেশন করেন,এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিখা দাস,চাইল্ড ইন নিড ইনস্টিটিউট -এর ব্লক কো- অর্ডিনেটর মধুমিতা ভুঁইয়া,সদস্যা সায়নী ত্রিপাঠী মিশ্র, মেম্বার কমিটির সদস্যা সুমিতা জানা। অনুষ্ঠানের শেষে প্রত্যেক ছাত্রীদের একটি করে কলম দেওয়া হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read