পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পি কে কলেজে ৪৬ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির অধীনে আন্তঃ-গ্রুপ থাল সৈনিক ক্যাম্প (বালক) এবং এনসিসির সিকিম অধিদপ্তরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছয়টি গ্রুপের মোট ৪০০ ক্যাডেট অংশগ্রহণ করে প্রতিযোগিতায়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল বিবেক ত্যাগী। প্রধান অতিথি তার বক্তব্যে ক্যাডেটদের উৎসাহ এবং বিভিন্ন ইভেন্টে তাদের
অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন। এছাড়াও তিনি
নির্বাচিত ক্যাডেটদের শুভেচ্ছা জানান যারা অল ইন্ডিয়া থাল সৈনিক ক্যাম্পে পশ্চিমবঙ্গ ও সিকিম অধিদপ্তরের প্রতিনিধিত্ব করবে এবং এই বছরের ১৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া অল ইন্ডিয়া
সার্ভিসেস শুটিং প্রতিযোগিতার সার্বিক বিজয়ী ছিল দার্জিলিং গ্রুপ।
Author: ekhansangbad
Post Views: ১৯৮