কাক ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির । গুরুতর জখম আরো দুই জন। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দিঘা নন্দকুমার জাতীয় সড়কের নাচিন্দার কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়েছিল। আরেকটি মেচেদাগামী লরি দ্রুত গতিতে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরির পেছনে ধাক্কা মারে। তার জেরে লরিতে থাকা চালক সহ তিন ব্যক্তির গুরুতর জখম হয়।
জখম ব্যক্তিরা লরির ভেতরে থেকে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে রোহিত সামন্ত (১৬) কে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে কলকাতা স্থানান্তরিত করে। একজনের চিকিৎসা কাঁথি মহকুমা হাসপাতালে চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ উত্তেজিত মানুষজনদের শান্ত করে দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে মারিশদা থানা পুলিশ।