পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর, পশ্চিম নেকড়া, ধর্মপুর,রানীয়াড়া মৌজা সামান্য বৃষ্টি হলেই জলের তলায় ঢুবে যায়,অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসীর আরো অভিযোগ জল জমে যাওয়ায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়,জল জমিতে অবৈধভাবে মাটি ভরাট করার ও নয়ানজুলির উপর অবৈধভাবে নির্মানের ফলে সেচ নালা এবং নিকাশি নালা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
এই সকল সমস্যা সামাধানের জন্যে অবিল্পম্বে জয়কৃষ্ণপুর থেকে পশ্চিম নেকড়া ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে নয়ানজুলি,সেচখাল, নিকাশি খাল ও নালা এবং নিকাশি চৌং পরিস্কার ও সংস্কারের দাবিতে সিপিআইএম উদ্যোগে চাষীদের নিয়ে মিছিল করা হয়।
নিজেদের সমস্যার সমাধানের দাবিতে সোমবার ৬ নং জাতীয় সড়ক অবরোধ করা হয়ে ।এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধাওয়ক ইব্রাহিম আলি,সিপিএম নেতা নাজির হোসেন,বিশ্বজিৎ দিন্ডা,মানিক রুহিদাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সহ কর্মী ও সমর্থকরা।