Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃনমূল-বিজেপি সমান সমান:কাকে ভোট দেবে শিশির অধিকারী ?


ফের চর্চায় কাঁথির তৃনমূল সাংসদ শিশির অধিকারী।এগরা ২ ব্লক জুড়ে গত কয়েক দিন ধরে এই প্রশ্নকে ঘিরে সরগরম এলাকা ।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে কোন দলের পক্ষে থাকবে স্থায়ী সমিতি তা নিয়ে কিন্তু দুই রাজনৈতিক দল হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে।

এগরা ২ পঞ্চায়েত সমিতিতে ৩৯ জন ভোট দান করতে পারবেন। উল্লেখ্য স্থায়ী সমিতিতে ভোটদানের অধিকার থাকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী,এলাকার বিধায়ক ও এলাকার সাংসদদের। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষে রয়েছে ১৯ এবং তৃণমূলের পক্ষে রয়েছে ১৯। দুই দল মিলিয়ে ৩৮টি ভোট হচ্ছে। বাকী ১টি ভোট সাংসদ শিশির অধিকারীর ।

এই মুহূর্তে তিনি কাকে সমর্থন করবেন তা নিয়ে কিন্তু লাখ টাকার প্রশ্ন।কাঁথির সাংসদ শিশির অধিকারীর ভোটের উপর নির্ভর করছে দুইদলের রাজনৈতিক ভবিষ্যৎ।


ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে শিশিরবাবু তাদেরকেই ভোট দেবেন। আবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু তিনি তৃণমূলের প্রতীকেই সাংসদ হয়েছেন তাই তিনি তৃণমূলকেই সমর্থন করবেন। তবে তিনি কাকে ভোট দেন নাকি ভোটদানে বিরত থাকেন তা সময় বলবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read