পূর্ব মেদিনীপুর জেলার রামনগরেরপ তালগাছাড়ী ২ নম্বর অঞ্চলে টেংরামারীতে তৃণমূল কংগ্রেসের উদ্যযোগে দলের জয়ী প্রার্থীরদের সংবর্ধনা ও কর্মীদের নিয়ে সভা হলো।
উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার,বিশ্বজিৎ জানা,স্বপন দলাই,মধুমিতা জানা ,নিমাই সুন্দর জানা,হরেকৃষ্ণ মাইতি।
এই সভায় বিশ্বজিৎ জানা বিজেপিকে আক্রমন করে বলেন পঞ্চায়েত অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছিড়ে ফেলে দিয়েছে । আগামী ১ তারিখ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার।সেই প্রকল্প বাস্তবায়িত না করা হলে গন প্রতিরোধ হবে
Author: ekhansangbad
Post Views: ১১৪